সালামা বিন আকওয়া (রাঃ) হতে মুসলিম বর্ণনা করেন, নবী করীম (সাঃ) এর সম্মুখে এক ব্যক্তি বাম হাতে আহার করছিল। নবী করীম (সাঃ) তাকে নসীহত করে বললেন, ডান হাতে আহার কর। কিন্তু ঐ হতভাগ্য এই বলে নসীহত প্রত্যাখ্যান করল যে,আমি ডান হাতে খেতে পারি না। অথচ তার ডান হাতে কোন অসুবিধা ছিল না। তার ঐ বেপরোয়া উত্তরের জবাবে নবী করীম (সাঃ) বললেন,তুমি ডান হাতে খেতে পারবে না,অতঃপর তার ডান হাত এমন অকেজো হয়ে গেল যে, উহা আর মুখ পর্যন্ত উঠাতে পারত না।
মূর্তির পেট হতে কথা বের হওয়া
বোখারী শরীফের বর্ণনামতে হযরত ওমর (রাঃ) বলেন, একদা আমি কতিপয় মূর্তির সম্মুখে উপস্থিত ছিলাম । তথায় আমি দেখতে পেলাম এক মূর্তিপূজক একটি বাছুরকে মূর্তির নামে উৎসর্গ করে জবাই করল। ঐ সময় হঠাৎ বিকট শব্দ একটি মূর্তির পেট হতে নিম্নের কথাগুলি শোনা গেল ঃ
"হে শক্তিশালী মানুষ! একটি গুরুত্বপূর্ণ কথা হল এই যে, জনৈক স্পষ্টভাষী বলছেন - আল্লাহ তা'আলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই "।
হযরত ওমর (রাঃ) বলেন, লোকেরা এই বিকট শব্দ শুনে ভয়ে পেয়ে গেল । কিছুক্ষণ পরেই অনুরূপ শব্দ হবার পর বলা হল যে, মোহাম্মদ (সাঃ) (আল্লাহর) নবী এবং তিনি "লাইলাহা ইল্লাল্লাহুর" তা'লিম দেন ।
উক্ত ঘটনায় মূর্তির পেট হতে 'জিন' শব্দ করে নবী করীম (সাঃ) এর তা'লিমের তালক্বীন দিয়েছে । সুতরাং এই মু'জিযাটি ছিল জিন সম্পর্কিত।
No comments:
Post a Comment