লানায়েলু নবুওয়তে ইবনে মাসউদ (রাঃ) হতে বায়হাকী বর্ণনা করেন, নবী (সাঃ) একবার মক্কায় সাহাবায়ে কেরামগণকে বললেন, তোমাদের মধ্যে কেহ জিন দেখতে চাইলে আজ রাতে আমার নিকট এস।
ইবনে মাসউদ (রাঃ) বলেন, নির্দিষ্ট সময়ে একমাত্র আমিই তথা উপস্থিত হলাম। রাসূলে পাক (সাঃ) আমাকে সঙ্গে করে মক্কার একটি পর্বতশৃঙ্খে আরোহণ করলেন। সেখানে তিনি স্বীয় কদম মোবারক দ্বারা মাটিতে একটি বৃত্ত অঙ্কন করে আমাকে তার ভিতর বসে থাকতে নির্দেশ দিলেন। আমি হুজুরের নির্দেশমতো এটার ভিতর বসে রইলাম।
এদিকে রাসুলে পাক (সাঃ) কিছুদূর অগ্রসর হয়ে এক স্থানে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। এমন সময় জিনদের একটি বিরাট দল নবী করীম (সাঃ) কে বেষ্টন করে দাঁড়াল। তাদের কারণে তখন আমি নবী করীম (সাঃ) কে দেখতে পাচ্ছিলাম না।
তারা বলেছিল কে, আপনার নবুওয়তের সাক্ষ্য প্রদান করে? প্রিয় নবী (সাঃ) নিকটই একটি বৃক্ষ দেখিয়ে বললেন, এই বৃক্ষটি আমার নবুওয়তের সাক্ষ্য প্রদান করলে তোমরা কি তা মেনে নেবে? তারা বলল হ্যাঁ আমরা মেনে নেব।
অতঃপর আল্লাহর রাসূল ঐ বৃক্ষর নিকটে আসতে আহবান করলেন, সঙ্গে সঙ্গে সে হাজির হয়ে রাসূলে পাক (সাঃ) রেসালাতের সাক্ষ্য প্রদান করল এ দৃশ্য দেখে উপস্থিত সকল জিন তার উপর ঈমান এনে ইসলাম গ্রহণ করল।
No comments:
Post a Comment